Posts

Showing posts from September, 2023

আর্য্যসৎসঙ্গ আশ্রম

Image
"ব্র:"  পরম দয়াল পরম প্রেমময় অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষ শ্রীশ্রীপ্রভুজী মানব জাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে ২০১৪ সালের ৬-ই জুলাই পুরুলিয়ার কাল্লা পুণ্যভূমিতে আর্য্যসৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেন। আর্য্যসৎসঙ্গ পুরোপুরিভাবে শ্রীশ্রীঠাকুরজী ও শ্রীশ্রীপ্রভুজী'র আশীর্বাদে পূর্বতন ভগবান শ্রীশ্রীঠাকুরের ভাবধারায় এগিয়ে চলেছে।   আশ্রমের পশ্চিম দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, আশ্চর্যের বিষয় হলো নদীটির অভিমুখ উল্টোদিকে (দক্ষিণ থেকে উত্তর দিকে), সাধারণত বেশিরভাগ নদী উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। আমরা অনেকেই জানি নর্মদা নদীর অভিমুখও উল্টোদিকে এবং নর্মদা কত পবিত্র নদী, যার দর্শন মাত্রই মানুষ পাপ তাপ রোগ শোক থেকে মুক্তি পায়। এতো জায়গা থাকা সত্ত্বেও শ্রীশ্রীপ্রভুজী এমন একটি জায়গা কেন পছন্দ করলেন, যেখানে কোনোরকম ভালো যোগাযোগ ব্যবস্তা পর্যন্ত নেই? তবে জায়গাটির যে এক ঐশরিক শক্তি আছে, শান্তি আছে, সেটা আমি জোর দিয়ে বলতে পারি।  আর্য্যসৎসঙ্গ আশ্রম হলো একটি ধর্মীয় প্রতিষ্টান, যার নামকরণের পিছনে প্রধান কারণ ছিল - পূর্বতন ভগবান শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র আর্য্যভারত  গড়ে তুলতে  চ